ফরিদপুরে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:১১

সাজ্জাদ বাবু, ফরিদপুর থেকে

ফরিদপুরে চলতি অর্থ বছরের কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার কবি জসিম উদ্দিন হলে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে পরিবার পরিকল্পনা বিভাগ দিনব্যাপী এ হেলথ ক্যাম্প  আয়োজন করা হয়।

এ সময় প্রায় ১৫০০ শিশুকে চিকিৎসা, প্রায় ১৫ ধরনের ওষুধ , পরিবার পরিকল্পনা সামগ্রী ও নানা ধরনের উপহার সামগ্রি দেয়া হয়।

হেলথ ক্যাম্প উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেল প্রশাসক উম্মে সালমা তানজিয়া। আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাশ্যদা হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র মাহাতাব আলি মেথু, ডেপুটি সিভিল সার্জন আফজাল হোসেন,সমাজসেবার উপ পরিচালক আলি আহসান, পরিবার পরিকল্পনার উপ পরিচালক।

ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/এসডি/ ইএস