মাদকের দ্বন্দ্বে গাজীপুরে যুবক খুন

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৮

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর আন্দারমানিক এলাকায় উজ্জ্বল হোসেন নামে এক মাদক বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে  প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত উজ্জ্বল হোসেন পিরোজপুরের মঠবাড়িয়া থানার দুপটি এলাকার রুস্তম আলী খানের ছেলে।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, গাজীপুর সিটি করপোরেশনের লস্করচালা এলাকায় ভাড়া বাসায় করে থাকতেন মাদক বিক্রেতা উজ্জ্বল। শুক্রবার রাতে মাদক বিক্রির টাকা নিয়ে তার সঙ্গে কয়েকজন মাদক বিক্রেতার ঝগড়া বাঁধে।

একপর্যায়ে ওই মাদক বিক্রেতারা উজ্জ্বলকে পাশের কলা বাগানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)