মশা নিধন কার্যক্রম বেসরকারি খাতে দেয়ার আহ্বান

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৪ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা সিটি করপোরেশন যে মশার ওষুধ দিচ্ছে তাতে মশা মরে না। সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতায় এমনটা ঘটছে। বাড়ছে ডেঙ্গু জ্বর। সমস্যা সমাধানে ঢাকা সিটি করপোরেশন প্রদত্ত মশার ওষুধ পরীক্ষা এবং মশক নিধন কার্যক্রমকে বেসরকারি খাতে দেয়ার আহ্বান জানিয়েছে সামাজিক সংগঠন ‘ঢাকাবাসী’।

শনিবার সকালে রাজধানীর হাজারীবাগ পার্ক প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

ঢাকাবাসী সংগঠনের সভাপতি মো. শুকুর সালেক বলেন, ‘ঢাকায় ডেঙ্গুর প্রকোপ ব্যাপক হারে বেড়েছে। ইতিমধ্যে ডেঙ্গু জ্বরে বেশ কয়েকজন মারাও গেছে। মশা নিধনে প্রতি বছর সিটি করপোরেশনকে একটা বাজেট দেয়া হয়। কিন্তু বাজেট অনুযায়ী কার্যক্রম আমরা দেখি না।’

শুকুর সালেক বলেন, ‘আমরা চাচ্ছি, সমস্যাটির সমাধান হোক। আর কেউ যেন ডেঙ্গু জ্বরে মারা না যায়। মশা নিধন কার্যক্রমটি বেসরকারি পর্যায়ে দিয়ে দেয়া হোক। তাহলে সমস্যাটি সমাধান হবে।’

এসময় বক্তারা বলেন, জলাবদ্ধতা্, খোলা ড্রেন ও যত্রতত্র ময়লার স্তুপের কারণে রাজধানী হয়ে উঠছে মশা প্রজননের আস্তানা। মশা নিধনে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যক্রম বাড়ানো প্রয়োজন বলে মত দেন তারা।

ঢাকার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনগুলোকে মশা নিধন কার্যক্রমে সম্পৃক্ত করতে সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানান ‘ঢাকাবাসী’র সংগঠকরা। একই সঙ্গে বিদেশি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে এধরনের কার্যক্রমে সম্পৃক্ত করার অনুরোধ করেন বক্তারা।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ‘ঢাকাবাসী’ সংগঠনের মহানগর নাগরিক কমিটির আহ্বায়ক লুৎফর আহসান বাবু, সংগঠনের মহাসচিব শেখ খোদাবকস, উপদেষ্টা আজফারুজ্জামান সোহরাব, মার্স ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ শেখ শারোক আহমেদ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/কারই/জেবি)