আলফাডাঙ্গায় চিরনিদ্রায় শায়িত আবু বকর ফকির

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২২

আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের আলফাডাঙ্গায় চিরনিদ্রায় শায়িত হলেন আবু বকর ফকির। শনিবার সকাল ১০টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া নূরানী তালীমুল কোরআনা মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে চান্দড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি সমাজ সেবামমূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের সমন্বয়কারী আলতাফ হোসেনের শ্বশুর।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বার্ধ্যক্ষজনিত কারণে চান্দড়া গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আবু বকর ফকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকাটাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।

আবু বকর ফকিরের মৃত্যুর খবর শুনে তার বাড়িতে ছুটে যান তিনি। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

(ঢাকাটাইমস/০৮ সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)