সমাবেশ করে ফেরার পথে ছাত্রদলের পাঁচ নেতা আটক

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৫

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

বাগেরহাটে বিএনপির প্রতিবাদ সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে শনিবার দুপুরে পুলিশের হাতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আটক হয়েছেন। শনিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে অংশ নিয়ে ফেরার পথে সরুই এলাকা থেকে তাদের পুলিশ আটক করে।

আটকৃতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন, আতিক, অনি, সোহাগ ও মহিউদ্দিন। তবে তাৎক্ষণিকভাবে তাদের দলীয় পরিচয় জানা যায়নি।

বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালাম বলেন, আমরা পুলিশেরি অনুমতি নিয়েই বাগেরহাটে কর্মসূচি পালন করি। দলীয় নেতাকর্মীদের নিয়ে শান্তিপূর্ণভাবে সংক্ষিপ্ত পরিসরে কর্মসূচি পালন করি। কর্মসূচি থেকে ফেরার পথে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে পুলিশ বিনা অপরাধে আটক করে থানায় নিয়ে গেছে। পুলিশ অতি উৎসাহী হয়ে সরকারি দলকে খুশি করতে এদের আটক করেছে। আমি তাদের মুক্তির দাবি জানাচ্ছি।

বিএনপির করা অভিযোগ অস্বীকার করে বাগেরহাট মডেল থানার ওসি  মাহাতাব উদ্দিন দুপুরে বলেন, বাগেরহাট শহরের শান্তিশৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশঙ্কায়  সন্দেহভাজন পাঁচজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/০৮ সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)