‘ভারত ম্যাচটি অন্য একটি ম্যাচের মতোই’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩০ | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৭

এশিয়া কাপের ম্যাচে দুবাইয়ে আগামী ১৯ সেপ্টেম্বর মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। সাধারণত ভারত-পাকিস্তান ম্যাচ হলে পুরো বিশ্বের ক্রিকেটপ্রেমীরা আগ্রহ নিয়ে দেখে থাকেন। তবে এই ম্যাচ নিয়ে আলাদা চাপ নিচ্ছে না পাকিস্তান। তারা এটিকে অন্য একটি ম্যাচের মতোই ভাবছে।

পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক বলেছেন, ‘আমি মনে করি ভারতের বিপক্ষে ম্যাচটি অন্য আরেকটি ম্যাচের মতোই। আমাদের হাইপ তৈরি করা উচিৎ হবে না। কারণ এটি আলাদা চাপ তৈরি করে।’

তিনি আরো বলেছেন, ‘শুধু পাকিস্তান কিংবা ভারতের দর্শকরা নন, সম্ভবত এটিই একমাত্র ক্রিকেট ম্যাচ যা বিশ্বের সব প্রান্তের মানুষই দেখে থাকেন। সুতরাং, যেসব খেলোয়াড় হিরো হতে চায় তাদের জন্য এটি ভালো একটি সুযোগ।’

তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে খেলা। এটা আমাদের জন্য একটা সুযোগ। কিন্তু মানুষ যেমন সহজ ভাবে আসলে তেমনটি নয়। আপনি যদি এখানে আমাদের রেকর্ড দেখেন তাহলে দেখবেন টেস্টে এখানে আমাদের রেকর্ড ভালো। কিন্তু আপনি যদি সীমিত ওভারের ফরম্যাট দেখেন তাহলে দেখবেন এখানে আমাদের রেকর্ড ততোটা ভালো নয়।’

পাকিস্তানের এই অরাউন্ডার বলেছেন, ‘সকলকে বুঝতে হবে যে এখানে ফ্লাডলাইটের আলোয় ব্যাট করা কঠিন। এখানকার কন্ডিশনটা ভিন্ন। তার মানে এই না যে এখানে উন্নতির কোনো সুযোগ নেই। আমরা এই জায়গায় উন্নতি করার জন্য নিয়মিত কাজ করব।’

(ঢাকাটাইমস/৮ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :