রংপুর মেট্রোপলিটন পুলিশ উদ্বোধন ১৬ সেপ্টেম্বর

রফিকুল ইসলাম রফিক, রংপুর
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০৯
রংপুর শহর

বিভাগ, বিশ্ববিদ্যালয় আর সিটি করপোরেশনের পর এবার রংপুর পেতে যাচ্ছে মেট্রোপলিটন পুলিশ। আসছে ১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল সাক্ষরিত এক স্মারকে এই তথ্য জানানো হয়েছে। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

তবে মেট্রোপলিটন পুলিশি কার্যক্রম চালু হলেও মেট্রোপলিটন আদালত কবে নাগাদ চালু হবে তার কোনো সিদ্ধান্ত পায়নি কর্তৃপক্ষ। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আগের নিয়মেই আদালত চলবে বলে জানান রংপুর জজ কোর্টের পিপি আব্দুল মালেক।

মেট্রোপলিটন সূত্র জানায়, ২৪০ বর্গ কিলোমিটারের রংপুর মেট্রোতে কোতোয়ালি, তাজহাট, মাহিগঞ্জ, হারাগাছ, পরশুরাম, হাজিরহাট থানা আর ধাপ ও নবাবগঞ্জ পুলিশ ফাঁড়িতে ১ হাজার ১৮৫ জন জনবল ও ১৩০টি যানবাহন থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৬টি থানা নিয়ে চালু হওয়া এই মেট্রোতে লোকবলের মধ্যে একজন পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার একজন, উপ-পুলিশ কমিশনার ২ জন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ৬ জন, সহকারী পুলিশ কমিশনার ১২ জন, ইন্সপেক্টর ২০ জন, সাব ইন্সপেক্টর ১২০ জন, সার্জেন্ট ১০ জন, সহকারী উপপরিদর্শক (এএসআই) ১৫০ জন, এটিএসআই ১০ জন, নায়েক ৭০ জন, কনস্টেবল ৭৫০ ও অন্যান্য (নন পুলিশ) ৩৩ জন রয়েছেন। সব মিলিয়ে জনবল থাকবে ১ হাজার ১৮৫ জন।

যে এলাকাগুলো নিয়ে ৬টি মেট্রোপলিটন থানা

কোতোয়ালি: কেল্লাবন্দ (আংশিক), ভগিবালাপাড়া (আংশিক), নিশবেতগঞ্জ, ধাপ, চিকলীভাটা, রাঁধাবল্লভ, কাচারী বাজার, ইঞ্জিনিয়ার পাড়া, সেনপাড়া, গুপ্তপাড়া, শালবন, জুম্মাপাড়া, কামালকাছনা, বাহারকাছনা, নুরপুর, তেঁতুলতলা, চামড়াপট্টি, আলমনগর, বাবুপাড়া (আংশিক), বাবুখাঁ, গনেশপুর দোলাপাড়া, কলেজপাড়া (আংশিক), সাতগাড়া, পীরজাবাদ, রামপুরা, ভগিবালাপাড়া, মুন্সিপাড়া, কেরানীপাড়া, গুড়াতিপাড়া, মুলাটোল, ইসলামপুর, নীলকন্ঠ, পান্ডারদিঘী (আংশিক), রবার্টসন্সগঞ্জ, দেওডোবা (আংশিক), বিনোদপুর (আংশিক), রংপুর সদরের চন্দনপাট ইউনিয়ন, সদ্য পুস্করণী ইউনিয়ন ও বদরগঞ্জের গোপালপুর ইউনিয়ন।

পরশুরাম থানা: কুবারু, চব্বিশ হাজারী, পান্ডারদিঘী (আংশিক), হারাটি, খটখটিয়া, কায়দাহারা, আরাজি পশুয়ারী, আমাশু কুকরুল, কুকরুল, বালাকুমার, বিনোদ জলছত্র, পরশুরাম, আটিয়াটারী, নওহাটি কাছনা, বাহার কাছনা ও চওরারহাট।

তাজহাট থানা: কেডিসি রোড, খেরবাড়ি, বাবুপাড়া (আংশিক), তাজহাট, পাটবাড়ি, আশরতপুর, পার্কেও মোড়, লালবাগ, বড় রংপুর, তালুক ধর্মদাস, তালুক তামপাট, নগরমীরগঞ্জ, খোর্দ্দ তামপাট, খোর্দ্দ রংপুর, কলেজপাড়া, দর্শনা, ঘাঘটপাড়া, আক্কেলপুর, বিনোদপুর (আংশিক), মানজাই, কিসামত বিষু, নাজিরদিঘর, পানবাড়ি, আরাজি দাস, শেখপাড়া, মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়ন ও রানীপুকুর ইউনিয়ন।

মাহিগঞ্জ থানা: মাহিগঞ্জ, ধুমখাটিয়া, ডিমলা, নাছনিয়া, দখিগঞ্জ, বীরভদ্র বালাটারী, দেওয়ানটুলি, দেওয়ানটুলি ফতেপুর, সাতমাথা, আরাজি মন খামার, মহিন্দ্রা, তালুকবকশি, রাজুখাঁ, আজিজুল্লাহ, হোসেন নগর, তালুক রঘু, মেকুরা, পীরগাছার কল্যাণী ইউনিয়ন ও পারুল ইউনিয়ন।

হারাগাছ থানা: বেনুঘাট, জমচড়া, গুলালবুদাই, বুদাই, কার্তিক, চানকুঠি, চব্বিশ হাজারী (আংশিক), আরাজি গুলালবুদাই, তপোধন, মহব্বত খাঁ, চিলমন, বধুকমলা, সাহেবগঞ্জ, কাছনা, বীরচরণ, মহাদেব, রামগোবিন্দ (আংশিক), কাউনিয়ার সারাই ইউনিয়ন ও হারাগাছ পৌরসভা।

হাজীরহাট থানা: বারঘরিয়া, হরিরাম পিরোজ, মনোহর, অভিরাম, শেখটারী, গোয়ালু, নিয়ামত (আংশিক), পান্ডারদিঘী (আংশিক), উত্তম রনচন্ডি (পাগলাপীর), চক ইসবপুর, নজিরের হাট, কামদেবপুর, পঞ্চিম গিলাবাড়ি, পূর্ব গিলাবাড়ি, জগদিশপুর, বকতিয়ারপুর, বিন্নাটারী, কেরানীরহাট, ভবানীপুর, রাধাকৃষ্ণ পুর, গোপিনাথপুর (আংশিক), রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়ন, মমিনপুর ইউনিয়ন ও গঙ্গাচড়ার খলেয়া ইউনিয়ন।

২০১০ সালের ২৫ জানুয়ারি মন্ত্রিপরিষদের সভায় রংপুরকে বিভাগ করার বিষয়টি অনুমোদিত হয়। একই বছর ৯ মার্চ এই বিভাগের বাস্তবায়ন হয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে। রংপুর বিভাগ বাস্তবায়নের পর রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। ২০১৩ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কার্যক্রম শুরুর কথা ছিল। পরে ২০১৫ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেন। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদে রংপুর মহানগর পুলিশ বিল-২০১৮ পাস হয়।

(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :