পোশাক কারখানা মালিক সবুজ হত্যার বিচার দাবি

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৮

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় সবুজ পাঠান নামে এক পোশাক কারখানার মালিককে ডেকে নিয়ে হত্যার ঘটনায় দায়ীদের বিচার দাবি করেছে স্থানীয়রা। এ দাবিতে রবিবার সকালে মহানগরের জরুন এলাকায় নিহতের স্বজন ও এলাকাবাসি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

এতে স্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা কোনাবাড়ি কাশিমপুর সড়কে অবরোধ সৃষ্টি করে। এতে সড়কে যানচলাচল আধ ঘণ্টা বন্ধ থাকে। এর আগে ঘণ্টাব্যাপী দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় রাসনা নিটিং কারখানার ব্যবস্থাপনা পরিচালক সবুজ পাঠানকে গত ৩০ আগস্ট রাতে জরুন এলাকার বাসা থেকে রাজধানীর তুরাগে ডেকে নেন রুনা নামে এক গৃহবধূ। পরদিন তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় গত রবিবার সবুজের স্ত্রী বাপ্পী আক্তার বাদী হয়ে রুনা আক্তার, দুলাল মেম্বারসহ সাতজনকে আসামি করে তুরাগ থানায় মামলা করেন।

(ঢাকাটাইমস/০৯ সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :