ছয় জেলায় নতুন পুলিশ সুপার

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫১ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ৬ জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো- কুষ্টিয়া, ঝিনাইদহ, ঠাকুরগাঁও, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও কক্সবাজার।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়।

আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এস এম তানভীর আরাফাতকে কুষ্টিয়ার পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের এআইজি হাসানুজ্জামানকে ঝিনাইদহের পুলিশ সুপার, ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামানকে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার, গাজীপুর অঞ্চলের হাইওয়ের পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানকে খাগড়াছড়ির পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাকে হবিগঞ্জের পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এ বি এম মাসুদ হোসেনকে কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসানকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার, ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমানকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার,  ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদকে এসবির বিশেষ পুলিশ সুপার, খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খানকে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরাকে পুলিশ অধিদপ্তরের এআইজি, ঢাকা পিবিআইর পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদারকে চট্টগ্রামের রেলওয়ে পুলিশের পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার নিজাম উদ্দীনকে বগুড়ার ৪র্থ এপিবিএনের অধিনায়ক, বগুড়ার ৪র্থ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ আবদুর রহিমকে খাগড়াছড়ির মহালছড়ির ৬ষ্ঠ এপিবিএনের অধিনায়ক, টুরিষ্ট পুলিশের পুলিশ সুপার আবদুর রহমান খানকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, কক্সবাজারের পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেনকে ট্যুরিষ্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এমএম/ডিএম