এবার সিএনজি চালককে পেটালেন ক্রিকেটার শাহাদাত

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৩ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১২:০০

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাহিরে ক্রিকেটার শাহাদাত হোসেন। তবুও নানা সময়ে বিভিন্ন ঘটনার কারণে মানুষের আলোচনার পাত্র হয়েছিলেন। এবার সিএনজি চালককে পিটিয়ে আরেকটি শিরোনামে নিজের নাম জড়ালেন এই ক্রিকেটার।

ঘটনাটি রবিবার বিকেলে রাজধানীর আসাদগেটে ঘটে। শাহাদাত হোসেনের ব্যক্তিগত গাড়ির সঙ্গে একটি সিএনজির ধাক্কা লাগে। যার কারণে নাকি গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে সিএনজি চালকের শার্টের কলার চেপে ধরেন এই ক্রিকেটার। সিএনজি চালকে থাপ্পড়ও নাকি মেরেছেন শাহদাত।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন একজন সাংবাদিক। তিনি বিষয়টি তার ক্যামেরায় ধারণ করার চেষ্টা করলে মেজাজ হারিয়ে শাহদাত প্রশ্ন করেন, ‘ছবি তুলছেন কেন?’ অবশ্য পরে নিজেকে নিয়ন্ত্রন করে সিএনজি চালক লিটনকে বলেন,‘ আমি তোকে মেরেছি, এবার তুই আমাকে মার! তবুও ক্ষতি পূরণ দে।’ এরপরে পরিস্থিতি বুজে দ্রুত জায়গাটি ত্যাগ করেন শাহাদাত।

এর আগেও এসব অপকর্ম করেছেন শাহাদাত হোসেন। নিজ বাসার কাজের মেয়েকে পিটিয়েছেন তিনি। তাকে পেটানোর অভিযোগে জেলও খাটতে হয়েছিল এই ক্রিকেটারকে।

(ঢাকাটাইমস/৯ সেপ্টেম্বর/এইচএ)