অদ্ভুত রোগে আক্রান্ত আনুশকা

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৭

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস

অদ্ভুত এক রোগে ভুগছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। যে রোগের কারণে নাকি দিন দিন অনেক বেশি শরীর খারাপ হয়ে যাচ্ছে বিশ্বসেরা ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী আনুশকার। কিন্তু কী এমন রোগ?

চিকিৎসকরা জানিয়েছেন, বালজিং ডিস্ক নামের একটি রোগে ভুগছেন আনুশকা। এই রোগটি সম্পূর্ণই অচেনা ও বিরল। সাধারণ ভাবে এটাকে স্লিপ ডিস্ক বলা হয়।  

বালকি ডিস্ক রোগে মূলত স্নায়ুর সমস্যা হয়। পিঠের নীচে প্রবল যন্ত্রণা শুরু হয়। শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ে। চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ, ব্যায়াম, মেডিটেশনের ফলেই এ রোগ থেকে মুক্তি সম্ভব।

কিন্তু একদমই বিশ্রাম মিলছে না আনুশকার। সামনেই মুক্তি পাবে তার ‘সুই ধাগা’ ছবিটি। যেটির নায়ক বরুণ ধাওয়ান। সেই ছবির প্রচারে বর্তমানে মহাব্যস্ত নায়িকা। যদিও চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

এদিকে অদ্ভুত বালকি ডিস্ক রোগ সম্পর্কে আনুশকা বা বিরাট কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে বলিউড ইন্ডাস্ট্রির সকলেই আনুশকার এ রোগ সম্পর্কে জানেন। নায়িকার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত তার ভক্তরাও।

ঢাকাটাইমস/১০ সেপ্টেম্বর/এএইচ