মধুপুরে ‘গণধর্ষণকারীদের’ বিচার দাবি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৫

টাঙ্গাইল মধুপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণকারীদের গ্রেপ্তার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে মধুপুর-সখিপুর সড়কে এই মানববন্ধন হয়। এসময় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

১৫ আগস্ট মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের সুনামগঞ্জ (গারোবাজার) পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে তার ফুফুর বাড়ি যাওয়ার পথে গণধর্ষণ করে মহিষমারা গ্রামের আরিফ হোসেন, আনোয়ার হোসেন ও শফিকুল ইসলাম।

এ ব্যাপারে ৪ সেপ্টেম্বর ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে মধুপুর থানায় মামলা করেন। মামলার পর এক সপ্তাহ পার হয়ে গেলেও কোন আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) এ মামলার তদন্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :