সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা

শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ট্রাফিক উত্তর বিভাগের

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সড়কে ট্রাফিক সাইন চেনা, দুর্ঘটনা রোধ, রাস্তা পারাপারসহ ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনা তৈরিতে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ।

সোমবার বিকালে ট্রাফিক উত্তর বিভাগের সম্মেলন কক্ষে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন শিক্ষক অংশ নেন।

ট্রাফিক উত্তরের উপ-পুলিশ কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায় পিপিএম বলেন, ‘রাজধানীতে সড়কদুর্ঘটনা রোধ করতে পুলিশ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। আমরা ট্রাফিক আইন সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন তৈরি করতে স্কুল কলেজের শিক্ষকদের সঙ্গে মত বিনিময় করেছি।’

‘ট্রাফিক সাইন, সড়ক দুর্ঘটনা রোধে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের করনীয় ও রাস্তা পারাপার ইত্যাদি বিষয়ে সচেতনা তৈরির জন্য শিক্ষকদের অনুরোধ করা হয়েছে। ভবিষ্যতে আমাদের এই ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

এসময় উপস্থিত ছিলেন গুলশান ট্রাফিক জোনের অতিঃ উপ-পুলিশ কমিশনার রহিমা আক্তার লাকী, গুলশান ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. জুনায়েদ আলম সরকার, উত্তরা ট্রাফিক জোনের অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ জিন্নাত আলী মোল্লা, উত্তরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী, এয়ারপোর্ট ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার শচীন মৌলিক, বাড্ডা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন, মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফউল্লাহ, শিল্পাঞ্চল ট্রাফিক জোনের নিয়র সহকারী পুলিশ কমিশনার কাজী রোমানা নাসরিন প্রমুখ।

ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এসএস/ডিএম