শরীয়তপুরে বাসচাপায় শিশু নিহত

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৫

শরীয়তপুরে বাসচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা রুদ্রকর মৃধাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রী নুরুন নাহার দক্ষিণ চরসুন্দি গ্রামের আলী আজগর মাঝির মেয়ে। সে স্থানীয় মৃধাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।

এদিকে, স্থানীয়রা বাসটির চালক ও তার সহযোগীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। উত্তেজিত জনতা পুড়িয়ে দিয়েছে বাসটিকে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের দক্ষিণ চরসুন্ধি গ্রামের আলী আজগর মাঝির মেয়ে নুরন নাহার তার মায়ের সাথে পাশের নাগেরপাড়া গ্রামের খালার বাসায় বেড়াতে যাচ্ছিল। মৃধাকান্দি সেতুর কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস (ঢাকা মেট্রো জ ১৪-১০৩) চাপায় দেয় নুরুন নাহারকে। এসময় ঘটনাস্থলেই মারা যায় নুরুন নাহার। এলাকাবাসী বাসচালক শান্ত মণ্ডল ও তার সহযোগী মিলনকে আটক করে পুলিশে সোর্পদ করে। এ সময় উত্তোজিত জনতা আগুন দিয়ে বাসটিকে পুড়িয়ে দেয়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, নুরুন নাহার স্থানীয় মৃধা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। নাগের পাড়া থেকে শরীয়তপুরগামী একটি বাস চাপায় ঘটনাস্থালেই নুরুন নাহার মারা যায়। বাসটির চালক ও সহকারীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :