ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রীর মৃত্যু

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৬

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠিতে টমটমচাপায় শেরে বাংলা ফজলুল হক ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী রুমি আক্তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ-সমাবেশ ও সড়ক অবরোধ করে রাখেন।

সোমবার সকালে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে শেরে বাংলা ফজলুল হক ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা নবগ্রাম-বরিশাল সড়ক প্রায় দু’ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে বিনয়কাঠি ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এসে দোষী চালকের বিচার ও কলেজের সামনে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শান্ত হন।

গত শনিবার সকালে বাড়ি থেকে কলেজে আসার সময় একটি টমটম রুমি আক্তারকে চাপা দেয়। এতে ওই ছাত্রী গুরুতর আহত হয়ে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। পরে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)