না.গঞ্জে এবার তৈমুর-মনিরসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৯

বিস্ফোরক দ্রব্য আইনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরসহ নারায়ণগঞ্জ বিএনপির আরও ১৭৯ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ।

আজ সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে রূপগঞ্জ ও সোনারগাঁও থানার পুলিশ মামলা দুটি করে।

এ নিয়ে দুই দিনে পাঁচ মামলায় প্রায় ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হলো। এর আগে গতকাল রবিবার নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় একই অভিযোগে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি মামলা করা হয়।

আজ সোনারগাঁয়ের মামলাটি করেন উপজেলার তালতলা মিরেরটেক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান। এ মামলায় ৪৪ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়। মামলায় সাদিপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক সেলিম সরকারকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় বেশ কজন জামায়াত ইসলামীর নেতাকেও আসামি করা হয়।

রূপগঞ্জ থানায় এসআই রুহুল আমিনের করা মামলায় ৮৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২২ জনকে আসামি করা হয়। মামলায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও সরকার উৎখাতের অভিযোগ আনা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম সরকার ও সভাপতি কামরুজ্জামান মাসুম সাদিপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নিয়ে গত শনিবার রাতে নয়াপুর মাঠে সরকার উৎখাতের ষড়যন্ত্র ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিস্ফোরক দ্রব্য দিয়ে হামলার ষড়যন্ত্র করছিল। এমন সংবাদের ভিত্তিতে তালতলা পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই সভা থেকে সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম সরকারকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিত টের পেয়ে সভার অন্য সদস্যরা পালিয়ে যান।

এ মামলায় সেলিম সরকার ও কামরুজ্জামান মাসুম ছাড়া অন্য আসামিরা হলেন- মনিরুজ্জামান লিটন, কাউসার, আল আমিন হোসেন, আজিজুল ইসলাম, শাহআলম, লিটন মিয়া, শাহিনুর, জসিম, সোহেল, নাজমুল, সালাম, বিল্লাল, জামাই সেলিম, নাসির, জয়নাল মীর, রোকন মিয়া, নজরুল ইসলাম, মোস্তফা মিয়া, রিপন সিকদার, মামুন সিকদার, হাফিজুল ইসলাম, রিয়াজ মোল্লা, খোরশেদ আলম, জসিম উদ্দীন, আব্দুস সালাম, মাওলানা ইকবাল হোসেন, মাওলানা জুবায়ের, মাওলানা ইসহাক, মোমেন, শফিকুল ইসলাম, সামুসউদ্দীন, রফিকুল, ইব্রাহীম, আইন উদ্দীন, আবু বক্কর, রমজান, সুমন মোল্লা, রমজান, আবু বকর, হাফিজুল ইসলাম, নাজমুল মোল্লা ও শফিক বিহারী সহ আরও অজ্ঞাতনামা ৩০ জন।

রূপগঞ্জ থানার মামলায় আসামিরা হলেন- হোসেন কমিশনার, মোজ্জামেল হক, অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, বশির উদ্দীন বাচ্চু, ওমর ফারুক, নাসির উদ্দীন, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, কেন্দ্রীয় বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভ্ইুয়া, সাবেক পৌর মেয়র শফিকুর রহমান চৌধুরী, জেলা যুবদল সভাপতি মোশারফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সেক্রেটারি মাহাবুব রহমান, শফিকুল ইসলাম, আব্দুল্লাহ, মজিবুর রহমান ভুইয়া, হামিদুল হক, কহিনুর আলম, মহিবুর রহমান, তরিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সেক্রেটারি আশরাফুল হক রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দীন দেওয়ান, হাফিজুল ইসলাম, আবু মোহাম্মদ মাসুম, পাপ্পু, জাকির হোসেন, তারিকুল ইসলাম, তাজুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, বাবুল হোসেন, আয়নাল হক, ইলিয়াস, সজল, ফারুক, কবির দেওয়ান, শহিদ ম্যানেজার, বাদশা মেম্বার, আব্দুস সামাদ, কাউসার, কাজী রাজন, আমিনুল ইসলাম ইমন, আক্তারুজ্জামান, গোলজার হোসেন, জালাল মিয়া, মিথুন, কর্নেল কামরুল হাসান, নূর মোহাম্মদ, কিরন, আকবর হোসেন, দুলাল ভুইয়া, আসাদ কমিশনার, আব্দুল মালেক, মাসকুব, কহিনুর আলম, জসিম, আমজাদ হোসেন, মুন্না, বায়েজিদ, রোকন উদ্দীন, ইয়াকুব, আনিসুর রহমান হিরণ, হিরণ মাস্টার, মাফিল উদ্দীন, শরীফ আহমেদ টুটুল, কামাল হোসেন, লিটন সরকার, দুলাল মিয়া, সুলতান, শফিকুল, ফরিদউদ্দীন, আক্তারুজ্জামান, জসিমউদ্দীন, তোবারক হোসেন, সোহেল রাজ, হাবিব সরকার, আরফান উদ্দীন, কিরন ভুইয়া, সিরাজুল ইসলাম, আমিন,মামুন, মাসুম ও সাত্তার মিয়া সহ আরও অজ্ঞাতনামা ২২ জন।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :