কমিল্লায় দুই খুন: ৮৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৪

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাইতে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় ৮৫ জনের নামে হত্যা মামলা হয়েছে।

নিহত খোরশেদ আলমের স্ত্রী নাছিমা আক্তার বাদী হয়ে মামলাটি করেন।

থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির জানান, রবিবার রাতে প্রতিপক্ষের মফিজুল ইসলাম দুলালসহ ৫০ জনকে এজাহারনামীয় এবং ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলাটি করা হয়। পুলিশ শিদলাই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ইয়াছিন (২২), আবু মিয়ার ছেলে কাশেম (৫০) এবং শানু মিয়ার ছেলে রফিককে (২০) গ্রেপ্তার করেছে।

প্রসঙ্গত, বাড়ির জায়গা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে গত শনিবার প্রবাসী শামছুল হক গ্রুপের লোকজন প্রতিপক্ষ মফিজ গ্রুপের বাড়ি ঘরে হামলা চালায়। এসময় মফিজ গ্রুপের লোকজনও পাল্টা হামলা করে। এতে দুই গ্রুপের নারী পুরুষসহ ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে খোরশেদ আলম (৫০) ও শানু মিয়া (৬২) মারা যায়।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)