টি-টোয়েন্টি নিয়ে সালমাদের বড় স্বপ্ন

ব্যুরো প্রধান, রাজশাহী
| আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৯ | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৬

কিছুদিন আগেই ইতিহাস গড়ার তরতাজা স্মৃতি আছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। কয়েক মাস আগেই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছেন সালমারা। তাই আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অবশ্য দলের ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম বলছেন, নির্দিষ্ট কোনো লক্ষ্য দিয়ে তিনি চাপ বাড়াতে চান না ক্রিকেটারদের ওপর।

তবে সেমিফাইনালে খেলার লক্ষ্যকে সামনে রেখেই প্রস্তুত হচ্ছেন নারী ক্রিকেটাররা। তাই প্রস্তুতিতেও আছে ভিন্নতা। নারী ক্রিকেটাররা রাজশাহী একাডেমির পুরুষ ক্রিকেট দলের সঙ্গে তিনটি অনুশীলন ম্যাচ খেলেছেন বিভাগীয় স্টেডিয়ামে। এতে আত্মবিশ্বাস বেড়েছে বলেই জানিয়েছেন নারী দলের অধিনায়ক সালমা খাতুন।

সোমবার দুপুরে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলনের এক ফাঁকে সালমা খাতুন বলেন, ‘আমরা সবাই আত্মবিশ্বাসী। নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা নিজেদের সেরাটা দিয়েই খেলব। অন্তত সেমিফাইনালে খেলার স্বপ্ন তো দেখতেই পারি।’

অবশ্য এখনই বড় স্বপ্ন দেখাতে চান না নারী দলের ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম। তার ভাষায়, ‘আপাতত ক্রিকেটারদের প্রস্তুতিকেই শতভাগ গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্রিকেটারদের ওপর প্রত্যাশার বাড়তি কোনো চাপ দেওয়া হবে না। মাঠে চাপমুক্তভাবে খেলতে পারলেই ভালো ফলাফল আসবে।’

রাজশাহীতে অনুশীলন ম্যাচ খেলেই ঢাকায় ফিরেছেন টাইগ্রেসরা। বিশ্বকাপকে সামনে রেখে ১৮ সেপ্টেম্বর খুলনায় শুরু হবে পরবর্তী অনুশীলন ক্যাম্প। ৯ নভেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর। বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েই ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন সালমা-রুমানারা।

(ঢাকাটাইমস/১০ সেপ্টেম্বর/প্রতিনিধি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :