এপিএলে একই দলে তামিম-মুশফিক

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আগামী ৫-২১ অক্টোবর শারজাহতে অনুষ্ঠিত হবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসর। সোমবার দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে আসরটির প্লেয়ার ড্রাফটে। এদিন বাংলাদেশ থেকে দল পেয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দুইজনকেই দলে নিয়েছে নানগারহার। তামিম ইকবাল ছিলেন ডায়মন্ড ক্যাটাগরির খেলোয়াড়। আর মুশফিকুর রহিম ছিলেন সিলভার ক্যাটাগরির খেলোয়াড়।

টুর্নামেন্টে অংশ নিবে পাঁচটি দল। পাকিস্তানের শহীদ আফ্রিদিকে আইকন খেলোয়াড় হিসাবে এক লাখ ডলার দিয়ে দলে নিয়েছে পাকতিয়া। আফগানিস্তানের স্পিন জাদুকর রশীদ খানকে আইকন খেলোয়াড় হিসাবে এক লাখ ডলার দিয়ে দলে নিয়েছে কাবুল।

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে আইকন খেলোয়াড় হিসাবে দলে নিয়েছে নানগারহার। বালখের আইকন খেলোয়াড় ক্রিস গেইল। কান্দাহারের আইকন খেলোয়াড় ব্রেন্ডন ম্যাককলাম। সব আইকন খেলোয়াড়েরই মূল্য এক লাখ ডলার করে।

(ঢাকাটাইমস/১০ সেপ্টেম্বর/এসইউএল)