যুব এশিয়া কাপের সময়সূচি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৮

চলতি মাসেই বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসিসি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০১৮। যুব এশিয়া কাপের সময়সূচি সোমবার প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এসিসি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের এবারের আসরে অংশগ্রহণ করবে বাংলাদেশ সহ মোট আটটি দল। সূচি অনুযায়ী পাকিস্তান, শ্রীলঙ্কা ও হংকংয়ের সাথে গ্রুপ ‘বি’তে রয়েছে স্বাগিতক বাংলাদেশ। অপরদিকে গ্রুপ ‘এ’ তে রয়েছে ভারত, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল অনূর্ধ্ব ১৯ দল।

পাঁচটি ভেন্যুতে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এবারের প্রতিযোগিতা শেষ হবে ৭ অক্টোবর। আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯ টায়।

এক নজরে সময়সূচি-

২৯ সেপ্টেম্বর- আফগানিস্তান বনাম আরব আমিরাত, বিকেএসপি ৪ নম্বর মাঠ, ঢাকা। ভারত বনাম নেপাল, বিকেএসপি ৩ নম্বর মাঠ, ঢাকা। পাকিস্তান বনাম হংকং, এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

৩০ সেপ্টেম্বর- ভারত বনাম আরব আমিরাত, বিকেএসপি ৩ নম্বর মাঠ, ঢাকা। শ্রীলঙ্কা বনাম হংকং, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

১ অক্টোবর- আফগানিস্তান বনাম নেপাল, বিকেএসপি ৪ নম্বর মাঠ, ঢাকা। বাংলাদেশ বনাম পাকিস্তান, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

২ অক্টোবর- আফগানিস্তান বনাম ভারত, বিকেএসপি ৪ নম্বর মাঠ, ঢাকা। নেপাল বনাম আরব আমিরাত, বিকেএসপি ৩ নম্বর মাঠ, ঢাকা। পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম। বাংলাদেশ বনাম হংকং, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

৪ অক্টোবর- সেমিফাইনাল ১ (গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন, গ্রুপ ‘ব ই’ রানার্স-আপ), শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।

৫ অক্টোবর- সেমিফাইনাল ২ (গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’ রানার্স আপ),শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।

৭ অক্টোবর- ফাইনাল (সেমিফাইনাল ১ বিজয়ী বনাম সেমিফাইনাল ২ বিজয়ী),শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।

(ঢাকাটাইমস/১১ সেপ্টেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

‘সবাই ভেবেছিল আমরা শেষ, কিন্তু রিয়াল মাদ্রিদ কখনো মরে না’

যুক্তরাষ্ট্রের ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল

আইপিএলে মুস্তাফিজের পরবর্তী ম্যাচ কবে, কখন

নিউজিল্যান্ড-পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :