নারায়ণগঞ্জে গুলিতে ডাকাত ইব্রাহিম নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৮

লুট করা মালামাল ভাগ বাটোয়ারা নিয়ে দুইদল ডাকাতের বন্ধুকযুদ্ধে ইব্রাহিম (৪১) নামে এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর রাত সোয়া ৩টায় বন্দর উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত ইব্রাহিম রুপগঞ্জ থানার গোতালিয়া এলাকার মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোলাগুলির খবর পেয়ে বন্দর থানার টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে এলে ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলবর্ষণ করে পালিয়ে যায়। ডাকাতদের গুলিতে থানার এক এসআই ও অপর এএসআইসহ তিনজন আহত হন।

আহতরা হচ্ছেন, বন্দর থানার উপ-পরিদর্শক সাইয়েদুল ইসলাম, এএসআই ইলিয়াছ খান, কনস্টেবল হারুন। আহতদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনার খবর পেয়ে বন্দর থানার ওসি একেএম শাহীন মন্ডল ও তদন্ত ইনর্চাজ হারুন অর রশিদ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে বন্দর থানার ওসি শাহীন মন্ডল বলেন, ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে দুইদল ডাকাতদের গোলাগুলিতে ইব্রাহিম নামে এক ডাকাত নিহত হয়। আমরা ঘটনাস্থল থেকে লাল স্কচটেপ মোড়ানো অবস্থায় তিনটি ককটেল ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করেছি।

লাশের সুরুতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা রুজু প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১১ সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :