কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৮, ২০:১২
ফাইল ছবি

ডিস লাইনের সংযোগ দিতে গিয়ে বৈদ্যুৎস্পৃষ্টে আলাউদ্দিন লিটন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও কসবা সীমান্তের চারুয়ারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

লিটন ব্রাহ্মণপাড়া উপজেলার দেউশ গ্রামের জসিম উদ্দিন প্রকাশ তীতন মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আলাউদ্দিন লিটন বিদেশ থেকে আসার পর ৬/৭ মাস ধরে একই গ্রামের আবদুল মালেকের ছেলে ডিস ব্যবসায়ী শাহিনের কোম্পানিতে চাকরি করত। এক সন্তানের জনক লিটন অন্যান্য দিনের মত মঙ্গলবার দেউশ গ্রামের পাশের কসবা উপজেলার চারুয়া দক্ষিণপাড়া গ্রামের ওলফত আলীর বাড়ির সামনে ডিস লাইনের সংযোগের কাজ করতে গিয়ে উপর দিয়ে বিদ্যুতের তার বয়ে যাওয়া লাইনে শক খেয়ে মাটিতে পড়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া থানার এসআই হাফেজ আহাম্মদ বলেন, এ ব্যাপারে নিহতের ভাই মো. জাহাঙ্গীর আলম ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :