শিবচরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টায় আটক ১

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৫

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

মাদারীপুরের শিবচরে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশাচালককে চেতনানাশক ওষুধ খাইয়ে ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়রা একজনকে আটক করে।

আটক ব্যক্তির নাম মো. সজিব মোড়ল। তিনি উপজেলার উমেদপুর ইউনিয়নের যোগদাহেরমাঠ এলাকার সদরআলী মোড়লের ছেলে।

সরেজমিনে জানা গেছে, উপজেলার কুতুবপুর সাহেব বাজার এলাকার সুরুজ বেপারীর ছেলে জিসান প্রতিদিনের মত শিবচর-কুতুবপুর রোডে ব্যাটারিচালিত অটোরিকশা চালায়। সন্ধ্যা ৬টার দিকে যাত্রীবেশে আটক ব্যক্তি তাকে শিবচর বাজারের একাত্তর চত্বরে ফেলে রাখার চেষ্টা করলে স্থানীয় স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত হৃদয় হোসেন তা দেখে ফেলেন। দৌড়ে হৃদয় আটক ব্যক্তিকে ধরে ফেললে স্থানীয় জনতা শিবচর থানায় খবর দেন। পরে পুলিশ এসে ছিনতাইকারী সজিব মোড়লকে আটক করে। এদিকে অটোচালককে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শিবচর থানায় নিয়ে যায়।

শিবচর থানার ওসি  জাকির হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেন।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/প্রেতিনিধি/এলএ)