ক্রোয়েশিয়ার জালে স্পেনের ছয় গোল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১১:২০ | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১০:১২

লুইস এনরিকের অধীনে উড়ছে স্পেন। নতুন কোচের দায়িত্বে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল স্প্যানিশরা। এবার দ্বিতীয় ম্যাচেও ক্রোয়েশিয়ার জালে গুনে গুনে ছয়বার বল পাঠালো ২০১০ সালের বিশ্বচ্যাম্পিনরা।

উয়েফা নেশন্স লিগের ম্যাচে মঙ্গলবার রাতে ‘এ’ লিগের গ্রুপ ৪-এর ম্যাচে ৬-০ গোলে জিতেছে লুইস এনরিকের দল। নিজেদের ইতিহাসে ক্রোয়াটদের সবচেয়ে বড় পরাজয় এটি। এরআগে সর্বোচ্চ চার গোলের ব্যবধানে হেরেছিল রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। গতকাল স্পেনের বিপক্ষে নিজেদের লজ্জিত ইতিহাস জন্মদিল মদ্রিচ-রাকিটিচরা।

স্পেনের হয়ে গোল করেন সাউল নিগেস, মার্কো আসেনসিও, রদ্রিগো, সের্হিও রামোস ও ইসকো। বাকি একটি গোল হয় আত্মঘাতী। ক্রোয়েশিয়া গোলরক্ষক লোভরে কালিনিচের ভুলে গোলটি হয়।

এদিন ম্যাচের ২৪তম মিনিটে প্রথম গোলের দেখা পায় স্পেন। কারভাহালের দারুণ ক্রসে সাউলের হেডে এগিয়ে যায় স্প্যানিশরা। ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আসেনসিও। ২৫গজ দূর থেকে জোরালো শটে ঠিকানায় পাঠান এই রিয়াল মাদ্রিদ তারকা। দেশের হয়ে এটাই ছিল তার প্রথম গোল।

দুই মিনিট পরেও আসেনসিও কৃতিত্ব ব্যবধান বাড়ে স্পেনের। তার বাকানো শট কালিনিচের পিঠ ছুঁয়ে আত্মঘাতী গোলে স্কোর লাইন হয় ৩-০।

দ্বিতীয়র্ধের শুরুতে দলের আবারও স্পেনের গোল উৎসব। দলের হয়ে গোলটি করেন রদ্রিগো। ৫৭তম মিনিটে জালের দেখা পান রামোস। আর শেষের পেরেকটি ঠুকে দেন ইসকো। যার ফলে ৬-০ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে পারে স্প্যানিশরা।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে স্পেন। আর দুই হারে ক্রোয়েশিয়ার পয়েন্ট শূন্য।

(ঢাকাটাইমস/১২ সেপ্টেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :