ম্যাকগ্রাকে টপকে রেকর্ড বইয়ে অ্যান্ডারসন

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৬

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তিনটিতে জয় পেয়ে আগেই সিরিজ জিতে নিয়েছিল ইংল্যান্ড। গতকাল সিরিজের শেষ ম্যাচেও বিজয় উৎসব করল স্বাগতিকরা। মোহাম্মদ সামির স্টাম্প উড়য়ে নিজেদের জয় নিশ্চিত করলেন ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসন। আর এই উইকেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে গ্লেন ম্যাকগ্রাকে টপকে রেকর্ড বইয়ে নিজের জায়গা করে নিলেন এই অ্যান্ডারসন।

অ্যান্ডারসনই হলেন এখন টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পাওয়া একমাত্র পেসার। এতদিন ধরে ৫৬৩ উইকেট নিয়ে এই তালিকায় সবার উপরে ছিলেন গ্লেন ম্যাকগ্রা। প্রায় ১১ বছর পর তাকে টপকে সেরার জায়গা দখল করলেন অ্যান্ডারসন। বৃটিশ এই পেসারের উইকেট সংখ্যা ৫৬৪টি।  

পেসার হিসেবে সবচেয়ে বেশি উইকেট হলেও টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় অ্যান্ডারসন রয়েছেন চতুর্থ স্থানে। তার উপরে রয়েছেন তিনি স্পিনার মুত্তিয়া মুরালিধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮) ও অনিল কুম্বলে (৬১৯)।

উল্লেখ্য, সিরিজের শেষ টেস্টে ভারতকে ১১৮ রানে হারিয়েছে ইংল্যান্ড।

(ঢাকাটাইমস/১২ সেপ্টেম্বর /এইচএ)