ঝিনাইদহে নারী মাদক বিক্রেতার কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৯

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামে ফরিদা বেগম (৪৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত এ রায় দেন। সাজাপ্রাপ্ত ফরিদা বেগম ফয়লা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, ফয়লা গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাতের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এসময় ৫০০গ্রাম গাঁজাসহ ফরিদা বেগমকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :