ফোনে ২৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২১

আন্তর্জাতিক বাজারে এসেছে ভিভোর নতুন ফোন ভি ইলেভেন প্রো। এই ফোনে ডিসপ্লের উপরে আছে ওয়াটার ড্রপ নচ। ফোনটিতে রয়েছে ৬ জিব র‌্যাম।

ভারতের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে ২৫ হাজার ৯৯০ রুপিতে।

ফেস আনলক ফিচারসহ লঞ্চ হয়েছে এই ফোন। এতে আছে ৬.৪১ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯১.২৭ শতাংশ। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১.৯.৫:৯।

ফোনের ভিতরে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট, অ্যাড্রিনো ৫১২ চিপসেট, ৬ জিবি র‌্যাম এবং ৬৪/১২৮ জিবি রম।

ছবি তোলার জন্য ভিভো ভি ইলেভেন প্রোতে আছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে আছে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। এই ফোনে ২৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে সেলফি তোলার জন্য।

ডুয়েল সিমের ফোনটিতে অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম চালিত। কানেক্টিভিটির জন্য আছে ফোরজি এলটিই, ব্লুটুথ এবং ওয়াইফাই।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :