আফগান-পাকিস্তান সীমান্তে আত্মঘাতী হামলায় নিহত ৬৮

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩১ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের পূর্বাঞ্চলের প্রদেশ নানগারহারে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬৮ জন নিহত হয়েছে। খবর বিবিসির।

কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে বিদ্রোহীদের চালানো হামলাগুলোর মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা।

মঙ্গলবার পাকিস্তানের সীমান্তবর্তী নানগার প্রদেশের স্থানীয় পুলিশ প্রধানের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশে হামলাটি চালানো হয়।

মঙ্গলবারের হামলায় রাতারাতি নিহতদের সংখ্যা বাড়তে থাকে। এই হামলার ঘটনায় ১৬৫ জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালগুলো তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে।

সম্প্রতি একের পর এক হামলায় দেশটিতে কয়েকশত লোক নিহত হয়েছে। অক্টোবরে আফগানিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা আছে। নির্বাচন প্রতিরোধ করার ডাক দিয়েছে তালেবান। কিন্তু এ হামলায় তারা জড়িত নেই বলে জানিয়েছে।

পাকিস্তানের নিকটবর্তী মোমান্দ দারা জেলার এক পুলিশ কমান্ডারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সেখানে জড়ো হয়েছিল কয়েকশত লোক। আত্মঘাতী হামলাকারী তাদের লক্ষ্য করে বোমাটির বিস্ফোরণ ঘ্টায়।

কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। নানগারহারে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শক্ত অবস্থান আছে।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এসআই)