কক্সবাজারে ২২ হাজার ইয়াবাসহ তিন কারবারি আটক

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩১

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস

কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে পাচারকালে ২২ হাজার চার শত ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান জানান, ইউএস বাংলা বিমানে করে কক্সবাজার থেকে ঢাকায় মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যে কারবারিরা অবস্থান করছে- এমন গোপন সংবাদে বুধবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিন মাদক কারবারিকে আটক করা হয়।

আটকরা হলেন- শরিয়তপুর সদরের সেনের চর এলাকার আব্দুল সাত্তারের পুত্র নাজমুল হাসান, ঢাকা উত্তর মুগদার মুজিবর রহমানের পুত্র সজল ও একই এলাকার আলমের পুত্র  রিফাত।

পরে তাদের দেহ এবং পায়ের জুতা তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় সর্বমোট  ২২ হাজার ৪’শ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ১২ লাখ টাকা বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)