বঙ্গবন্ধুর খুনি রশিদের জামাতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৫ | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আসামি সুলতান শাহরিয়ার রশিদের জামাতা ফুয়াদ জামানকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেয়ারে অভিযোগে বুধবার রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান।

রাজধানীর কোন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা করে এবং বঙ্গবন্ধুকে কটূক্তি করে গত ১৫ আগস্ট ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন ফুয়াদ। তিনি বঙ্গবন্ধুর খুনি রশিদ খানের মেয়ে শেহনাজ রশিদের স্বামী। পরে ধানমন্ডি থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

বঙ্গবন্ধুকে হত্যার মামলায় ২০১০ সালের জানুয়ারিতে পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে রশিদ খানের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :