সরকার নিভে যাওয়ার আগে জ্বলে উঠেছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৯

সরকারের শেষ দেখছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। মোমবাতি নেভার আগে হঠাৎ যেভাবে আগুন বেড়ে যায়, সরকারের অবস্থাও তেমন বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

রিজভী বলেন, ‘মোমবাতি নিভে যাওয়ার আগে যেমন দপ করে জ্বলে ওঠে, তেমনি পতনের আগে ব্যাপক দমননীতির আশ্রয় নিয়েছে সরকার।’

‘শেখ হাসিনা বাঘের পিঠে সওয়ার হয়ে এখন নামতে ভয় পাচ্ছেন। সরকার প্রধান নিজের ও তাঁর সরকারের অপকীর্তি ও অনাচারের ভয়ে সবসময় তটস্থ, তাঁর সিংহাসন টলমল করছে।’

‘যে কোনো সময় পড়ে যাওয়ার আশঙ্কায় দমনের তরবারি নিয়ে তিনি ছুটে বেড়াচ্ছেন দিকবিদিক।’

রিজভী জানান, তিনি শুনতে পেরেছেন সামনের দিনগুলোতে সরকার নিজ দলের ক্যাডারদের দিয়ে নাশকতা সৃষ্টি করে বিএনপি নেতাকর্মীদের ওপর এর দায় চাপাবে।

‘ককটেল বিষ্ফোরণসহ নানা ধরণের জ্বালাও -পোড়াওয়ের নাশকতা করা হবে পরিকল্পিতভাবে। আর বিএনপি নেতাকর্মীদেরকে এই নাশকতার দায়ে জড়ানো হবে।’

‘এজন্য নাকি আওয়ামী ক্যাডারদের সহযোগিতা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে। বিরোধী দলের দলের কর্মসূচিকে জনগণের সামনে নানাভাবে বিভ্রান্ত ও কালিমালিপ্ত করার সরকার এক গোপন সহিংস পরিকল্পনার ছক আঁটছে।’

সরকার পুলিশি চাপ দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নৈঃশব্দের ভীতিকর পর্যায়ে নিয়ে এসেছে বলেও অভিযোগ করেন রিজভী। বলেন, ‘আইন শৃঙ্খলা বাহিনীর বিবেকবর্জিত অমানবিক নিষ্ঠুরতায় বিরোধী দলের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচিতেও পাইকারি গ্রেপ্তার ও প্রবল বন্যার স্রোতের মতো মিথ্যা মামলার অভিঘাতে মানুষের স্বাভাবিক জীবন-যাপন দুঃস্বপ্নের মধ্যে কাটছে।’

‘আগামী নির্বাচন সরকারী দলের নাগালের মধ্যে রাখার জন্যই আইন শৃঙ্খলা বাহিনী বিএনপি-কে দমন করতে বেপরোয়া হয়ে উঠেছে।’

গুরুতর অসুস্থ বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব তরিকুল ইসলামের বিরুদ্ধে নতুন করে নাশকতার মামলা দেয়া হয়েছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

আইনশৃঙ্খলা বাহিনীকে বেপরোয়া হওয়ার জন্য ক্ষমতাসীন মন্ত্রী ও উপদেষ্টারা ক্রমাগত মদদ দিয়ে যাচ্ছে দাবি করে রিজভী বলেন, ‘এইচ টি ইমাম বলেছেন-যে কোন মূল্যে ক্ষমতায় থাকতে হবে। যে কোন মূল্যে ক্ষমতায় থাকার ‘ডকট্রিন’ এর ওপর ভিত্তি করে চলা এইচ টি ইমামকে তার জীবনে অনেক সাফল্য এনে দিয়েছে। এই মতবাদের অর্থ হলো-রক্ত গঙ্গা বইয়ে দেশ অন্ধকারে তলিয়ে দিয়ে হলেও ক্ষমতায় থাকতে হবে।’

‘সুষ্ঠু নির্বাচনে অন্তরায় প্রধানমন্ত্রী’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলে মনে করেন রিজভী। বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরণের সহযোগিতা দেবেন। এই বক্তব্য জনগণের মধ্যে হাসির খোরাক যুগিয়েছে। সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায় প্রধানমন্ত্রী নিজে।’

‘ইসি-কে প্রধানমন্ত্রীর সহযোগিতা দেয়ার অর্থ হলো-আগামী জাতীয় নির্বাচনে ফন্দি ফিকির করার জন্যই যে তিনি সহযোগিতা দেবেন সে বিষয়ে কোন সন্দেহ নেই। কারণ সেটির বহু স্পষ্ট প্রমান তিনি ইতোমধ্যে দিয়েছেন।’

‘শেখ হাসিনার কমিশনকে সহযোগিতা করার অর্থ হলো ইসির আত্মসমর্পণ নিশ্চিত করা। সেই ইসির নির্বাচনে সাধারণ ভোটারদের বাড়িতে বসে থাকতে হবে, ভোট কেন্দ্রে যাওয়ার অধিকার থাকবে না। দেশে সুষ্ঠু নির্বাচনের একমাত্র গ্যারান্টি শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।’

ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/বিইউ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :