উত্তরায় মহিলা ও শিশুদের জন্য নতুন হাসপাতাল

নিজস্ব প্র‌তি‌বেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৪

রাজধানীর উত্তরায় মহিলা ও শিশুদের‌ চি‌কিৎসা সেবা দি‌তে ৫০ শয্যা বিশিষ্ট মহিলা ও শিশু ডায়াবেটিস, এন্ডোক্রিন ও ম্যাটবলিক হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।

উত্তরায় ৮ নম্বর সেক্টরে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যৌথ উদ্যোগে হাসপাতাল‌টি চালু করা হয়। বাংলাদেশ ডায়বেটিক সমিতির তত্ত্বাবধানে হাসপাতালটি পরিচালিত হবে।

সম্প্র‌তি হাসপাতালটির শুভ উদ্ভোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ (চুমকি)।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের স‌চিব নাসিমা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তার।

১৯৫৬ সালে প্রথম ডায়াবেটিক সমিতি পথচলা শুরু থেকে এখন পর্যন্ত ১১৩টি অঙ্গ প্রতিষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশে প্রতিদিন প্রায় ১০-১২ হাজার ডায়াবেটিস রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করছে। মেহের আফরোজ চুমকি বলেন, এই হাসপাতালের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপরেশনের বিশাল জনগোষ্ঠি স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যাবে। বাংলাদেশকে মহিলা ও শিশুদের জন্য নিরাপদ যোগ্য আবাসস্থল হিসাবে রুপান্তর কর‌তে বর্তমান সরকার এবং তার মন্ত্রণালয় অক্লান্তিক পরিশ্রম করে যা‌চ্ছে।

হাসপাতালের সেবা সমূহ এবং পরিকল্পনা বিষ‌য়ে ন্যাশনাল হেলথ কেয়ার নেটওর্য়াকের প্রধান নির্বাহী কর্মকতা ডাক্তার এম এ সামাদ ব‌লেন, ম‌হিলা ও শিশু‌দের চি‌কিৎসার জন্য এটি অত্যাধুনিক হাসপাতাল হি‌সে‌বে গ‌ড়ে তোলা হ‌বে। এখা‌নে মহিলা ও শিশুদের সকল চিকিৎসা সেবাসহ আইসিইউ, এনআইসিইউ এবং কম্পিউটারাইজড পদ্ধতিতে সকল পরীক্ষার ব্যবস্থা আছে। এছাড়া বিভিন্ন ধরনের সার্জিকাল অপারেশন ও ডায়াবেটিস ফুট চিকিৎসার ব্যবস্থা থাক‌বে হাসপাতা‌লে।

অনুষ্ঠানে আ‌রো উপস্থিত ছিলেন ডায়বেটিক সমিতির মহাসচিব এম সাইফ উদ্দিন ও বিভিন্ন হাসপাতাল ও সেন্টারের পরিচালক বৃন্দ।

(ঢাকাটাইমস/১৩‌সে‌প্টেম্বর/এমএবি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

দেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, ঢাকা কতটা ঝুঁকিতে?

বিশ্ব ম্যালেরিয়া দিবস: জানুন মশাবাহিত এ রোগ প্রতিরোধের উপায়

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :