মাদক বিক্রিতে বাধা, হামলায় আহত ১০

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৬

মাদারীপুরের কালকিনিতে রাতের আধারে মাদক বিক্রিতে বাধা দেয়ায় বিক্রেতাদের হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।

অহিদুল হাওলাদার, খায়রুল হাওলাদার, হাফিজুল হাওলাদার ও মনির উকিলসহ কমপক্ষে আহত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পৌর এলাকার পশ্চিম মিনাজী গ্রামের দুলাল উকিলসহ তার লোকজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। বুধবার রাতে তাদের এ মাদক বিক্রিতে বাধা দেন একই এলাকার বারেক হাওলাদার। এতে ক্ষিপ্ত হয়ে দুলাল উকিল তার লোকজন নিয়ে বারেক হাওলাদারকে কুপিয়ে জখম করে।

আহত বারেক হাওলাদার বলেন, আমি তাদের গাঁজা বিক্রিতে বাধা দিলে আমাদের ওপর হামলা চালায় দুলাল উকিল ও তার লোকজন। আমরা তাদের বিরুদ্ধে মামলার করার প্রস্তুতি নিয়েছি।

দুলাল উকিলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, গাঁজা বিক্রিতে বাধা দেয়ায় হামলা চালানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হবে।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :