ধূমপানে উদ্বুদ্ধ করায় আমিন কোম্পানির ব্যবস্থাপকের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৪

সিগারেটের পরিবেশক আমিন অ্যান্ড কোম্পানির জামালপুর শাখার ব্যবস্থাপক মো. সোহেলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মুহাম্মদ ইমরানুল হক ধূমপানে উদ্বুদ্ধকরণে প্রচারণার দায়ে তাকে এ দণ্ডাদেশ দেন। এ সময় পাঁচ কার্টন লিফলেট ও স্টিকার আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদে নির্বাহী হাকিম মুহাম্মদ ইমরানুল হক দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর শহরের বসাকপাড়া মোড়ে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের পরিবেশক আমিন অ্যান্ড কোম্পানির কার্যালয়ে অভিযান চালান। এ সময় ধূমপানে উদ্বুদ্ধ করার কাজে ব্যবহৃত পাঁচ কার্টন স্টিকার ও লিফলেট জব্দ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. সোহেলকে আটক করা হয়।

ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের বসিয়ে ব্যবস্থাপক মো. সোহেলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক ৫০ হাজার টাকা জরিমানা পরিশোধ করার পর পুলিশ তাকে জামালপুর হারাকারে পাঠিয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতেই জব্দ করা স্টিকার ও লিফলেটগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :