মোহাম্মদপুরে চার হাসপাতাল সিলগালা

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৫১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর মোহাম্মদপুর এলাকা অভিযান চালিয়ে অনুমোদনহীন চারটি হাসপাতাল সিলগালা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুর থেকে রাত পোনে ৯টা পর্যন্ত ছয়টি হাসপাতালে চলে এই অভিযান। অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ঢাকাটাইমসকে বলেন, আদালত যে ১৪টি হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে তারই অংশ হিসেবে আজকের এ অভিযান। অভিযানে চারটি হাসপাতাল বন্ধ (সিলগালা) করে দেয়া হয়েছে।

এ সময় বিডিএম হাসপাতালকে ৫ লাখ এবং জনসেবা নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে নবাব সিরাজ উদ দৌলা মানসিক ও মাদক নিরাময় হাসপাতালকে ৪ লাখ ৫ হাজার টাকা, কোয়ার ল্যাব লি.- কে ৩ লাখ, লাইফ কেয়ার নার্সিং হোমকে ১ লাখ এবং শেফা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানাসহ সিলগালা করে দেয়া হয়। ছয়টি হাসপাতালকে ১৭ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয় জানান এই কর্মকর্তা।

ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এসএস/ইএস