টিপ-ওড়না পরে রাস্তায় গৌতম গম্ভীর!

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৫

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

লাল টিপ আর ওড়না পরে রাস্তায় নামলেন গৌতম গম্ভীর! এমন একটা শিরোনাম দেখলে চোখ মাথায় উঠারই কথা। কিন্তু অবাক হলেও সত্যি যে এমন রুপেই রাস্তায় নেমেছিলেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার গৌতম গম্ভীর।

মানবাধিকারের দাবি কিংবা দেশের জন্য সচেতনতা মূলক কাজ যেকোনো বিষয়েই বরাবর ভুমিকা রাখেন গৌতম গম্ভীর। এবার রূপান্তরকামীদের সমর্থনেও নতুন রুপে হাজির হলেন ভারতীয় এই ক্রিকেটার।

সম্প্রতি রূপান্তরকামীদের সমর্থনে তিনি কপালে লাল টিপ পরে আর ওড়না দিয়ে ঘোমটা দিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের অনুষ্ঠান 'হিজরা হাব্বা'র মঞ্চে উপস্থিত হলেন। প্রতিবছর 'শেমারি সোসাইটি'র উদ্যোগে আয়োজিত হয় এই 'হিজরা হাব্বা'। এবার এই অনুষ্ঠানের আয়োজক ছিল ‘ইন্ডিয়া এইচআইভি-এইডস অ্যালায়েন্স।

মঙ্গলবারে হওয়া এই অনুষ্ঠানে রূপান্তরকামীদের প্রতি নিজের সমর্থন জানিয়েছেন ৩৬ বছর বয়সী গম্ভীর। অনুষ্ঠানটির থিম সং ছিল ‘Born This Way’ অর্থাৎ 'এভাবেই জন্মেছি'।

(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/ এইচএ)