২৩ বছর পর আমিরাতে খেলবে বাংলাদেশ

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩১ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

২৩ বছরেরও বেশি সময় পর সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ খেলতে চলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামীকাল এশিয়া কাপের ১৪তম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শনিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল ১৯৯৫ সালের ৮ এপ্রিল। সেবারও সেখানে এশিয়া কাপের ম্যাচ খেলেছিল টাইগাররা। ওই আসরে বাংলাদেশ দলের হয়ে খেলেছিলেন আতহার আলী খান, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাসুদ পাইলট, নাইমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার সুমন, জাভেদ ওমর বেলিম, আমিনুল ইসলাম বুলবুলরা।

ওই আসরে তিনটি ম্যাচ খেলে বাংলাদেশ তিনটিতেই হেরেছিল। ভারতের বিপক্ষে নয় উইকেটে, শ্রীলঙ্কার বিপক্ষে ১০৭ রানে ও পাকিস্তানের বিপক্ষে ছয় উইকেটে হেরেছিল বাংলাদেশ। সেবার ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

এবারের এশিয়া কাপে বাংলাদেশ লড়াই করবে গ্রুপ ‘বি’তে। এই গ্রুপে অন্য দুইটি দল হলো শ্রীলঙ্কা ও আফগানিস্তান। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ও ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/এসইউএল)