সক্রিয় হচ্ছে ‘কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৬

বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কুষ্টিয়ার সাংবাদিকদের সংগঠন ‘কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। এ উপলক্ষে শুক্রবার একটি মতবিনিময় সভা হয়েছে। সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

‘কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা'কে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে ব্যাপারে কুষ্টিয়ার সিনিয়র সাংবাদিকদের মতামত নেওয়া হয়। এই সংগঠনের কার্যক্রম নতুনভাবে শুরু করার ব্যাপারে সবাই সম্মত হন।

চ্যানেল আইয়ের সিনিয়র বার্তা সম্পাদক আদিত্য শাহীন ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার মো. জাহিদুজ্জামানের ঐকান্তিক প্রচেষ্টায় সংগঠনের ঝিমিয়ে পড়া কার্যক্রম আবার চাঙা করার সিদ্ধান্ত হয়।

সভায় সবার সিদ্ধান্তমতে সংগঠনের সংবিধান প্রণয়নের দায়িত্ব দেওয়া হয় মাছরাঙা টিভির বার্তা প্রধান রেজোয়ানুল হক, দৈনিক খবরের বার্তা সম্পাদক সনৎ নন্দী, দৈনিক আমাদের নতুন সময়ের প্রদায়ক মাহমুদ হাফিজকে।

এসময় দিক-নির্দেশনামূলক কথা বলেন ইত্তেফাকের সাবেক যুগ্ম-বার্তা সম্পাদক আব্দুল বারী, জাতীয় অর্থনীতির বিশেষ প্রতিবেদক আইয়ুব আনসারী, চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার জহির মুন্না।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার বিশেষ প্রতিবেদক মোহাম্মদ শাখাওয়াত হোসেন চৌধুরী, দৈনিক খোলা কাগজের সিনিয়র রিপোর্টার জাফর আহম্মদ, দি নিউ নেশনের বিশেষ প্রতিবেদক কাজী জাহিদুল হাসান (জাহিদ), দৈনিক খোলা কাগজের মফস্বল সম্পাদক আবু বক্কর সিদ্দীক, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার আসাদ ইসলাম, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এনামুল হক, নিগার সুলতানা রুনি, মোহনা টিভির স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনি, দৈনিক আমাদের অর্থনীতির স্টাফ রিপোর্টার ফাহিম ফয়সাল, ফ্রিল্যান্স সাংবাদিক ইমাম মেহেদী, দৈনিক অধিকারের বার্তা সম্পাদক তাশরিক সঞ্চয়।

ফোরামের সদস্য সংগ্রহের জন্য কুষ্টিয়ার ছয় উপজেলায় (দৌলতপুর, ভেড়ামারা, মিরপুর, সদর, কুমারখালী ও খোকসা) ছয়জনকে দায়িত্ব দেওয়া হয়।

‘কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’য় গণমাধ্যমের সঙ্গে জড়িত এবং ঢাকায় কর্মরত কুষ্টিয়ার সবাই সদস্য হতে পারবেন।

সদস্য সংগ্রহে উপজেলাভিত্তিক দায়িত্বপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া: জাহিদুজ্জামান, জাফর আহমেদ: দৌলতপুর, কুমারখালী: রঞ্জক রিজভী, আব্দুল বারী: মিরপুর, ভেড়ামারা: আইয়ুব আনসারি এবং মনিরুল ইসলাম মনি: খোকসা।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :