ফরিদপুরে বিএনপি ছেড়ে ৩০ নেতাকর্মী আ.লীগে

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩১ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৬

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুর সদর আসনের আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বিএনপির বিভিন্ন স্তরের ত্রিশ নেতাকর্মী ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগের যোগদান করেছেন।

শুক্রবার বিকালে শহর আওয়ামী লীগের আয়োজনে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এ জনসভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন- ফরিদপুর সদর আসনের সাংসদ ও স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এসময় প্রধান অতিথির হাতে ফুলের তোড়া ও প্রতীকী নৌকা দিয়ে আওয়ামী লীগের যোগদান করেন বিএনপির ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের ত্রিশ নেতাকর্মী।

যোগদানকারীরা হলেন- সাবেক কমিশনার মো. শহীদুল ইসলাম নাঈম খান, ইস্রাফিল মিয়া, মুক্তিযোদ্ধা এম এ সালাম লাল মিয়া,  ব্যবসায়ী মোসলেম প্রামানিক, মো. সিদ্দিকুর রহমান, পৌর কমিশনার নাফিজুল ইসলাম তাপস, ওলিউর রহমান, বেলায়েত হোসেন, কাজী আলী আহসান কল্লোল, ফারুক ভূইয়া, এস এম শুকুর মোল্যা, কমিশনার আনিসুর রহমান চৌধুরী সাবুল, সাখাওয়াত হোসেন রাজু, জাহিদুল ইসলাম, মোশারফ হোসেন, জিল্লুর রহমান, জামাল আহম্মেদ খান, সৈয়দ নীরু, জাহিদুল ইসলাম, ফারুক হোসেন মণ্ডল, জিন্নাহ, শেখ মো. হাসান, মাহাবুব হোসেন তুহিন।

সভায় প্রধান অতিথি বলেন, দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে দেখতে হলে আবারো বঙ্গবন্ধুর নৌকা প্রতীকে ভোট দিতে হবে। সরকারের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই।

তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী রাজনীতি বিশ্বাস করে। ফরিদপুরে তাদের শাসনামলে কেউ রাতে বের হতে পারেনি, অথচ আজ শহরবাসী নির্বিঘ্নে গভীর রাত পর্যন্ত চলা ফেরা করতে পারছে।

শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- জেলা যুবলীগের সভাপতি এএইচ এম ফুয়াদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, কোতয়ালি আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু প্রমুখ।

উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফুর রহমান দোলন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, ফরিদপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)