রূপগঞ্জে তিন মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ-শহরের আলমপুরা এলাকায় একটি ব্রিজের নিচ থেকে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।

শুক্রবার মধ্যরাতে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সফিউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির।

গতকাল শুক্রবার সকালে উপজেলার আলমপুরা এলাকার ৯ নং সেক্টরের ১১নং ব্রিজের নিচ থেকে ওই তিন যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন ঢাকার মহাখালীর নিকেতন বাজার এলাকার শহীদুল্লাহর ছেলে সোহাগ, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার গোরেলা এলাকার আব্দুল মান্নানের ছেলে শিমুল আজাদ ও মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ির থানার পাইকপাড়া এলাকার মৃত আ. ওহাবের ছেলে নূর হোসেন বাবু।

ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের উঠিয়ে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে নিহতদের স্বজনরা।

ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :