ই-কমার্স নিয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৩

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির আয়োজনে রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(ডিআইইউ) তে শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে ‘বি দ্যা লায়ন ইন ডিজিটাইজড ওয়ার্ল্ড’ শীর্ষক সেমিনার।

সকালে সেমিনারের উদ্বোধন করেন ড্যাফোডিল গ্রুপের সিইও মোহাম্মদ নুরুজ্জামান।

এতে কমিউনিকেশন ফর ই-কমার্স শীর্ষক আলোচনা করেন ড্যাফোডিল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ বিভাগের প্রধান শিবলী শাহরিয়ার।

সেমিনারে ই–কমার্স প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনায় অংশ নেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরার সাবেক লেকচারার ও আই ভেঞ্চার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দস্তগীর শেখ।

বাংলাদেশে ই কমার্স বিজনেসের ৪২টি সমস্যা ও সমাধান সেই সঙ্গে ডেলিভারি, ব্র্যান্ডিং নিয়ে কথা বলেন ড্যাফোডিল ফ্যামিলির ডলফিন ডিজিটালের ডিরেক্টর ও ই ক্যাব স্ট্যান্ডিং কমিটির সদস্য মনোয়ারুল ইসলাম রিবেল।

ডিজিটাল মার্কেটিং ও গ্রোথ হ্যাকিং নিয়ে কথা বলেন ডলফিন ডিজিটালের তানভীর রেজওয়ান।

সেমিনারে আরো বক্তব্য দেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ফিন্যান্স ডিরেক্টর আবদুল হক অনু, ই-ক্যাব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সাইদ রহমান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন ছোটন।

দ্বিতীয় সেশনে বক্তব্য রাখেন ই-ক্যাবের ডিরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স ও এএসএল ওয়্যারলেসের সিওও আশীষ চক্রবর্তী।

সেমিনারে অংশগ্রহণকারী ২০০ জনকে সার্টিফিকেট প্রদান করার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল দেশের শীর্ষস্থানীয় অনলাইন গণমাধ্যম ঢাকাটাইমস২৪ডটকম।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা