রেলিং ভেঙে হাতিরঝিল লেকে মাইক্রোবাস

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে একটি মাইক্রোবাস লেকের পানিতে পড়ে গেছে। শনিবার সকালের এই দুর্ঘটনায় যানটির চালক সামান্য আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাতিরঝিল পুলিশ প্লাজা সংলগ্ন এলাকায় ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় হাইস মাইক্রোবাসটির (ঢাকা মেট্রো চ-১৬-০০৫৬) চালক যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ব্রিজের রেলিং ভেঙে মাইক্রোবাসটি লেকের পানিতে পড়ে যায়।

ওই সময় চালক ছাড়া আর কেউ গাড়িতে ছিল না। দুর্ঘটনার সময় চালক দরজা খুলে বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানতে চাইলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, সকাল ছয়টার দিকে হাতিরঝিল লেকে মাইক্রোবাস পড়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পড়ে যাওয়া গাড়িটিতে কাউকে পাওয়া যায়নি। গাড়িটির প্রকৃত মালিক কে বিআরটিএর মাধ্যমে তা খোঁজ নেয়া হচ্ছে বলে জানান তিনি।

খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন গাড়িটি তুলে আনার চেষ্টা করছে।

ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এসএস/এমআর