এক চার্জে ছয়দিন ‘স্টান্ডবাই’

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৫

১৭ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে শাওমি ‘রেডমি সিক্স এ’। এটি মধ্যম ঘরানার ফোন। ‘রেডমি সিক্স এ’ ফোনটি ‘রেডমি সিক্সে’র এর মতো একই নকশায় অনুসরণ করা হয়েছে।

ফোনটিতে রয়েছে ৫.৪৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। ১৮:৯ ডিসপ্লের এই ফোনে ৭২০ বাই ১৪৪০ রেজুলেশন পাওয়া যাবে।

ফোনটিতে হেলিও এ২২ এসওসি প্রসেসর ব্যবহার করা হয়েছে। একই দামের অন্য ব্র্যান্ডের স্মার্টফোনের মধ্যে রেডমি সিক্স এ-ফোনটিই একমাত্র ফোন যেটাতে ১২ ন্যানোমিটার প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে ৩ হাজার অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা টানা ৯ দিন স্ট্যান্ডবাই থাকবে। ফোনে অটোফোকাস সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সামনে ৫ মেগাপিক্সেলের শাওমির কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরা আছে।

ফোনটিতে এমআইইউআই ৯.৬ বেজড অ্যান্ড্রয়েড ও ব্যবহার করা হয়েছে।

২জিবি র‌্যাম ১২জিবি স্টোরেজ থাকবে ফোনটিতে। যার বাজার মূল্য ধরা হয়েছে ৯ হাজার ৯৯৯ টাকা।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা