কারাগারে খালেদার স্বাস্থ্য পরীক্ষা

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৪ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

দুর্নীতি মামলায় সাজা নিয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছে পাঁচ সদস্যের চিকিৎসক দল। শনিবার বিকালে চিকিৎসকরা নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে খালেদার স্বাস্থ্য পরীক্ষা করেন।  

শনিবার বিকাল পৌনে চারটার দিকে প্রধান ফটক দিয়ে চিকিৎসকরা কারাগারে প্রবেশ করেন। পরে তারা বিকাল চারটা ৫০ মিনিটের দিকে বেরিয়ে আসেন। তবে এ সময় চিকিৎসক প্রতিনিধি দলের কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের অন্য সদস্যরা হলেন, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক, অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী বীরু, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ।

এর আগে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দ্বারা তাকে চিকিৎসার দাবি জানায় বিএনপি। তবে তাদের এমন আবেদনে সাড়া দেয়নি সরকার।

গত ৯ সেপ্টেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করে খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী রাজধানীর কোনো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করানোর অনুরোধ জানায়। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড হবে।

৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনকে পুরোনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে নেয়ার পর থেকে তিনি অন্য কোনো মামলায় আর হাজিরা দেননি অসুস্থতার কারণ দেখিয়ে। এজন্য জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারে কারাগারের ভেতরের বসে আদালত।

গত ৪ সেপ্টেম্বর কারাগারের ভেতর আদালতে হাজির হয়ে খালেদা জিয়া তার অসুস্থতার কথা জানান। বিচারকের উদ্দেশে খালেদা বলেন, ‘আমার হাতের অবস্থা ভালো না। ডাক্তার বলছে, পা ঝুলিয়ে রাখলে ফুলে যাবে। রিপোর্ট দেখলে বুঝতেন আমার শরীরের অবস্থা কী। সুতরাং যা ইচ্ছা সাজা দিন, আমি আর আসতে পারব না।’

সব শেষ কারা কর্তৃপক্ষের চিঠি পেয়ে উল্লিখিত চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/আরআই/জেবি)