নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৬

বাংলাদেশ নৌবাহিনী এ-২০১৯ ব্যাচে শূন্য পদে নাবিক এমওডিসি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে তথ্য জানা যায়

বিজ্ঞপ্তি অনুসারে ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন টেকনিক্যাল), মেডিকেল, পেট্রলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড, এমওডিসি (নৌ) টোপাস পদে লোকবল নিয়োগ করা হবে পদগুলোতে শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন জেলাভেদে আবেদনের শেষ তারিখ ২২অক্টোবর ২০১৮ তারিখ পর্যন্ত

শিক্ষাগত যোগ্যতা

ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন টেকনিক্যাল) শাখায় আবেদনের জন্য প্রার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/সমমান পাস হতে হবে কমপক্ষে জিপিএ .০০ থাকতে হবে এসএসসিতে উচ্চতর গণিতধারী প্রার্থী বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতমগ্রেড পেলে অগ্রাধিকার দেয়া হবে মেডিক্যাল শাখায় আবেদনের জন্য প্রার্থীদের বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞানসহ এসএসসি/সমমান পাস হতে হবে জিপিএ .০০ পেতে হবে পেট্রলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড এমওডিসি পদে যোগ্যতা ন্যূনতম জিপিএ .০০ পেয়ে এসএসসি/সমমান আর টোপাস শাখায় পঞ্চম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবে

শারীরিক যোগ্যতা

উচ্চতা (সর্বনিম্ন): সিম্যান এমওডিসি ফুট ইঞ্চি, পেট্রলম্যান ফুট ইঞ্চি, অন্যান্য শাখা ফুট ইঞ্চি

প্রার্থীদের বুকের মাপ সাধারণ অবস্থায় ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ইঞ্চি বেশি হতে হবে ছাড়া দৃষ্টিশক্তি / থাকতে হবে ওজন উচ্চতা বয়স অনুযায়ী নির্ধারণ করতে হবে

অন্যান্য যোগ্যতা

প্রার্থীদের বয়স আগামী জানুয়ারি ২০১৯ তারিখে ১৭ থেকে ২০ বছর হতে হবে তবে এমওডিসি (নৌ) পদের জন্য বয়সসীমা ১৭ থেকে ২২ বছর পদগুলোতে আবেদনের জন্য শুধু অবিবাহিত পুরুষ প্রার্থীরাই গ্রহণযোগ্য ছাড়া আবেদনকারীদের সাঁতার জানতে হবে

বেতন ভাতা

নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ভাতা দেওয়া হবে ছাড়া অন্যান্য সুবিধাও থাকবে

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট http://www.joinnavy.mil.bd বিজ্ঞাপনে উল্লিখিত নিয়মে আবেদন করতে পারবেন আবেদনের পর ভর্তির জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে সকাল ৮:০০ টায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে

যোগাযোগ

পরিচালক পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩ ফোন : ০২-৯৮৩৬১৪১-, বর্ধিত ২২১৫ হেল্পলাইন : ০১৭৬৯-৭০২২১৫ ওয়েবসাইট : www.joinnavy.navy.mil.bd

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/আরএস)

সংবাদটি শেয়ার করুন

চাকরির খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :