লুটের টাকায় বিএনপি লবিস্ট নিয়োগ করেছে: খালিদ

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

লুটের টাকায় দেশের বিরুদ্ধে বিএনপি লবিস্ট নিয়োগ করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি দেশের জনগণের ওপর আস্থা হারিয়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকায় তদবির চালাতে কোটি কোটি টাকা খরচ করে ‘লবিস্ট’ নিয়োগ করেছে।

শনিবার দিনাজপুরের বিরলে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খালিদ বলেন, বিএনপি বিদ্যুৎ খাতে ব্যাপক লুট করেছে। বিদ্যুৎ উৎপাদন তাদের আমলে কমেছিল। মানুষ বিদ্যুৎ পায়নি; খাম্বা পেয়েছিল। তখন টানা পাঁচবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এ দুর্নীতি ও লুটের টাকায় তারেক জিয়া বিদেশে আয়েশি জীবনযাপন করছে। আর দেশবিরোধী ষড়যন্ত্র করছে।

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, বিগত ৪০ বছরে এ দেশে যা উন্নয়ন হয়নি, মাত্র নয় বছরের মধ্যে বর্তমান আওয়ামী লীগ সরকার তার থেকেও বেশি উন্নয়ন করেছে। তার জ্বলন্ত প্রমাণ সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ থেকে নয় বছরে প্রায় ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বর্তমান সরকার উৎপাদন করতে সক্ষম হয়েছে।

খালিদ বলেন, আগামী ২০১৯ সালের মধ্যে বিরলের কোনো রাস্তা কাঁচা থাকবে না। দেশ আজ অনেক এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটেছে।

বর্তমানে দেশের উন্নয়নে ব্যাঘাত ঘটাতে বিএনপি নানা ষড়যন্ত্র শুরু করেছে, তাদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে এ দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে সরকার গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শনিবার দিনব্যাপী নিজের নির্বাচনী এলাকা বিরল-বোচাগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন খালিদ মাহমুদ চৌধুরী। সকাল ১০টায় নয়ামেলায় বিরল পৌরসভার নয়ামেলা হতে কামারপাড়া রেলব্রিজ পর্যন্ত পাকা রাস্তার শুভ উদ্বোধন, বিরল রেলঘুন্টি হতে বিরল দারুস সুন্নাত আলিম মাদ্রাসা পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন, বিরল উপজেলা মিলনায়তন হতে মুল্লুকদেওয়ান পর্যন্ত পাকা রাস্তা প্রশস্তকরণ ও সংস্কার কাজের উদ্বোধন, কাজীপাড়ায় রাস্তার উদ্বোধন, মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি স্থাপন, শুভ বিদ্যুতায়ন, বন্যার আগাম প্রস্তুতি হিসেবে নৌকা বিতরণ, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন কবীর, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এম আব্দুল লতিফ, সিনিয়র সহসভাপতি ও বিরল পৌরমেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, যুবলীগ সভাপতি আব্দুল মালেক, জেলা পরিষদের সদস্য আকবর আলী প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/টিএ/জেবি)