ভৈরবে বিনা টিকিটে রেল ভ্রমণ, ৭৫৮ যাত্রীকে জরিমানা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৯

কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনে বিনা টিকেটে রেল ভ্রমণের অপরাধে ৭৫৮ যাত্রীর কাছ থেকে ১ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার টিকিট ব্লক চেকিংয়ের মাধ্যমে বিনা টিকিটে রেল ভ্রমণের অপরাধে ৭৫৮ যাত্রীর কাছ থেকে ১ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-কিশোরগঞ্জ, ঢাকা-নোয়াখালী যাতায়তগামী আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রীর কাছ থেকে দিনব্যাপী অভিযানে এসব জরিমানা আদায় করে রেলওয়ে কর্তৃপক্ষ।

ভৈরব রেল স্টেশনে অভিযানটি পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় চিফ কমার্শিয়াল ম্যানেজার সরদার শাহাদাৎ হোসেন। এসময় তাকে সহায়তা করেন প্রায় ২৫ জন টিকিট কালেক্টর, রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ স্টেশনের বিভিন্ন কর্মচারী ও কর্মকর্তারা।

ভৈরব স্টেশন মাস্টার অমৃত লাল দাস জানান, ট্রেনে ব্লক চেকিং একটি নিয়মিত ঘটনা। এই ব্লক চেকিংয়ে বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করার পাশাপাশি তাদের হুঁশিয়ার করা হয়।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :