গাইবান্ধায় বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপুলসংখ্যক নেশা জাতীয় দ্রব্যসহ দেশীয় অস্ত্র রাম দা, চাকু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে মাস্তা গ্রামের সামাদের বাড়ি থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত কয়েকদিন আগে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে ব্যবসায়ী মঞ্জুর নিখোঁজ হলে তাকে উদ্ধারে পুলিশ অভিযান চালায়। অভিযানের অংশ হিসেবে সি-সার্কেল রেজিনুর রহমান, ওসি মজিবুর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ গোপন সংবাদে মাস্তা গ্রামের আ. সামাদের বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।

সি-সার্কেল রেজিনুর রহমান ঢাকাটাইমসকে জানান, গাইবান্ধা জেলায় রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে একটি বিশেষ অভিযান চলছে। পাশাপাশি কয়েকদিন আগে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে ব্যবসায়ী মঞ্জুর নিখোঁজ হলে তাকে উদ্ধারে পুলিশ অভিযান চালায়। এই অভিযানের অংশ হিসেবে আজ সন্ধ্যায় মাস্তা গ্রামের সামাদের বাড়ি থেকে এসব নেশা জাতীয় দ্রব্যসহ রাম দা-চাকু উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রোড ডাকাতি, অপহরণ, ছিনতাই, মাদক ব্যবসার প্রসার ঘটানোর জন্য এসব মজুদ রাখা হয়েছিল। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :