খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন জাবির বিএনপিপন্থী শিক্ষকরা

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫০

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

কারাগারে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্তে মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

শনিবার এক বিবৃতিতে বেগম জিয়ার চিকিৎসায় অবহেলা ও সরকারি প্রহসনে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়।

‘ষড়যন্ত্র ও হয়রানিমূলক মিথ্যা’ মামলায় সাজার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিতৃতিতে তারা বলেন, বেগম খালেদা জিয়াকে আট মাসেরও বেশি সময় কারাগারে বন্দি রাখা হয়েছে। গুরুতর অসুস্থ সাবেক এই প্রধানমন্ত্রীর বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা মনে করি, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যাপারে উদাসিনতা দেখিয়ে সরকার একটি নিন্দনীয় ও কলঙ্কজনক অধ্যায় তৈরি করেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ থেকে তাকে এবং বিএনপিকে আড়াল রাখার অপকৌশল হিসেবেই এসব করা হচ্ছে বলেও মনে করেন জাতীয়তাবাদী শিক্ষকরা।

বিবৃতিদাতা শিক্ষকরা হলেন- অধ্যাপক সৈয়দ মোহম্মাদ কামরুল আহছান, অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক মো. শামছুল আলম, অধ্যাপক মো. শরিফ উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক মো. নূরুল ইসলাম, মোহাম্মদ রেজাউল রকিব প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)