দুরন্ত গতির উড়ন্ত বিমান

বিজ্ঞান ও তথ্যপ্রযু্ক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫০

আকাশ শাসন করতে হলে চাই দুরন্ত গতির উড়ন্ত বিমান। পৃথিবীতে এমন কিছু বিমান আছে যা চোখের পলকে আকাশকে এফোড়ওফোড় করে দিতে সক্ষম। এমনই কয়েকটি বিমানের খোঁজ জেনে নিন।

লকহিড ওয়াই এফ ১২

আকাশে শত্রু বিমানকে তাড়া করার ক্ষেত্রে এই বিমানের জুড়ি নেই। উড়তে পারে ৮০ হাজার ফিট পর্যন্ত। ঘণ্টায় সর্বোচ্চ গতি ৩২০০ কিলোমিটার।

এক্স বি সেভেন্টি এ ভোলকায়ার

নর্থ অ্যামেরিকান অ্যাভিয়েশেন এই বিমানটি তৈরি করেছে মার্কিন বিমানবাহিনীর জন্য। শব্দের চেয়ে তিনগুণ বেগে উড়তে পারে এই বিমান। উঠতে পারে ৭০ হাজার ফিট পর্যন্ত।

এক্স-১৫

নাসা ও মার্কিন বিমান বাহিনীর কাছে রয়েছে এই বিমান।১ লাখ ২ হাজার ১০০ ফিট উচ্চতা পর্যন্ত ওড়ার রেকর্ড রয়েছে এই বিমানের। শব্দের তুলনায় ৬ গুণ বেশি গতিতেও উড়ছে এই বিমান।

এক্স ৫১এ ওয়েভরাইডার ২০১৩ সালে নতুন একটি রেকর্ড গড়ে ফেলেছিল মার্কিন বিমান বাহিনীর এই পরীক্ষামূলক হাইপারসোনিক জেট। উড়েছিল শব্দের থেকে ৫ গুণ বেশি গতিবেগে।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :